মাথা ও ঘাড়ের ক্যান্সার চল্লিশোর্ধ্বদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। ধূমপান ও মদ্যপানের আধিক্যের ফলে পুরুষদের এই ক্যান্সার সংক্রমণের ঝুঁকি বেশি। মাথা বা ঘাড়ের বিভিন্ন অংশ, যেমন মুখ, গলা, নাকগহ্বর, সাইনাস, লালাগ্রন্থি ও লিম্ফনোডে মাথা ও ঘাড়ের ক্যান্সার হয়ে থাকে। বেশ কিছু ঝুঁকির কারণ রয়েছে যেগুলো এই ক্যান্সারের সংক্রমণের সম্ভাব্যতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়-তামাক: এটা হতে পারে ধূমপান, সিগারেট, সিগার, পাইপ বা তামাক চিবানোর মাধ্যমে।প্রায় ৭০% থেকে ৮০% মাথা ও ঘাড়ের ক্যান্সারের জন্য এটি মূল দায়ী ঝুঁক...
আরও পড়ুন