চিকিৎসকের সাথে একজন ক্যান্সার রোগীর সাক্ষাতের পর্বটি অবশ্যই সাবলীল ও কার্যকরী হওয়া গুরত্বপূর্ণ। নীচে কিছু টিপস শেয়ার করা হলো যা হয়তো আপনাদের উপকারে আসবে।
চিকিৎসকের কাছে যাওয়ার পূর্বে করণীয়
- ডাক্তার দেখানোর সময় আপনি যার সাথে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন কাউকে সঙ্গে নিয়ে আসুন।
- ডাক্তারকে কি কি জিজ্ঞেস করবেন তার একটি তালিকা তৈরি করুন।
- মূল প্রশ্নগুলোকে আলাদা করুন।
- আপনি বর্তমানে কি কি ঔষধ সেবন করছেন তার একটি তালিকা তৈরি করুন এবং এর পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়াসমূহও লিপিবদ্ধ করুন।
- কোনো টেস্ট যদি আগে থেকে করতে বলা হয়ে থাকে, সেগুলোর সব রিপোর্ট আপনি পেয়েছেন কিনা তা একবার চেক করে নিন।
- নতুন কোনো লক্ষণ বা পরিবর্তন দেখা দিলে তা অবশ্যই লিখে রাখুন যাতে করে ডাক্তারের সাথে সাক্ষাতের সময় তা আপনি বলতে পারেন।
সাক্ষাতের সময় করণীয়
- চিকিৎসকের কথাগুলো নোট করে নিন বা কথোপকথনটি আপনি রেকর্ড করার অনুমতি চেয়ে নিতে পারেন।
- সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা থাকলে তা দ্রুত লিখে ফেলুন।
- জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য দায়িত্বরত ব্যক্তির ফোন নাম্বার সংগ্রহ করুন।
- চিকিৎসকের কোনো কথা বুঝতে না পারলে বিনা সংকোচে পুনরায় জিজ্ঞেস করুন।
- লিফলেট বা গাইডলাইন বা অন্য কোনো মাধ্যমের কথা জিজ্ঞেস করুন যেখানে আপনি চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে পারেন।
- চিকিৎসা চলাকালীন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং সে ক্ষেত্রে কি কি করণীয় তা জেনে নিন।
- চিকিৎসকের কাছে আসার পূর্বে আপনি প্রশ্নের যে তালিকা তৈরি করে এনেছিলেন সেগুলো সব জিজ্ঞেস করা হয়েছে কিনা একবার চেক করে নিন।
- শারীরিক, মানসিক বা অন্য যেকোনো ধরনের সমস্যার কথা চিকিৎসকের নিকট বিনা সংকোচে এবং নির্দ্বিধায় বলুন।
- চিকিৎসককে যা যা জিজ্ঞেস করবেন বলে ভেবে এসেছেন তার প্রত্যেকটিই আপনার নিকট গুরুত্বপূর্ণ, তাই মনে যে প্রশ্নগুলো আছে জিজ্ঞেস করে ফেলুন।
সাক্ষাৎ শেষে করণীয়
- সাক্ষাতের সময় যে নোটগুলো করেছিলেন সেগুলো একবার পরে দেখুন।
- আপনার ডায়েরি বা ক্যালেন্ডারে পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের তারিখটি লিখে রাখুন।
- কোনো ধরনের পরিবর্তন বা পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করলে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।