বহুল সংক্রমিত একটি ক্যান্সারের নাম হচ্ছে নন-মেলানোমা স্কিন ক্যান্সার যার প্রভাবে আমেরিকায় প্রতি বছর প্রায় ৩০ লক্ষ মানুষ আক্রান্ত হয়। প্রায় শতকরা ৯০ ভাগ নন-মেলানোমা স্কিন ক্যান্সার সূর্যরশ্মি থেকে নির্গত আলট্রাভায়োলেট (ইউভি) রশ্মির সংস্পর্শের সাথে সম্বন্ধযুক্ত। ৪ ধরনের ত্বকের ক্যান্সারসমূহ হচ্ছেঃ ব্যাসাল সেল কারসিনোমা, স্কোয়ামাস সেল কারসিনোমা, মার্কেল সেল ক্যান্সার এবং মেলানোমা। ত্বকের ক্যান্সারের মধ্যে সবথেকে বেশী হয়ে থাকে ব্যাসাল সেল কারসিনোমা (বিসিসি) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কোয়ামাস সেল ক...
আরও পড়ুন