মুখের ক্যান্সার হচ্ছে মাথা ও ঘাড়ের ক্যান্সারের মত একটি ক্যান্সার যা ঠোঁট বা মুখে শুরু হয়। মুখের ক্যান্সারকে মুখগহ্বরের ক্যান্সারও বলা হয়ে থাকে। ঠোঁট, ঠোঁটের ভেতরের অংশ, চিবুক (বাক্কাল মিউকোসা), দাঁত, দাঁতের মাড়ি, জিহ্ববার সামনের দিকের দুই তৃতীয়াংশ, জিহ্ববার নীচের অংশ এবং চোয়াল (শক্ত চোয়াল) মুখগহ্বরের মধ্যে পড়ে। মুখের ক্যান্সার ওরাল ভেরোকাস কারসিনোমা বা ওরাল মেলানোমা ধরনের হতে পারে। ক্যান্সারের উৎপত্তিস্থলের উপর ভিত্তি করে মুখগহ্বরের ক্যান্সার বিভিন্ন রকম হতে পারে যেমন মুখের পৃষ্ঠতলের ক্যান্...
আরও পড়ুন