পপুলার ডায়াগনস্টিক সেন্টার
পপুলার ডায়াগনস্টিক সেন্টার

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশের অন্যতম সর্বাধুনিক এবং নামকরা ডায়াগনস্টিক কমপ্লেক্স। এটি দেশের বেসরকারী খাতের বৃহত্তম ডায়াগনস্টিক সেবা প্রদানকারী সংস্থা।

পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে ২০টিরও অধিক শ্রেণীতে রক্ত, মূত্র, এক্সরে, আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এম আর আই সহ অসংখ্য পরীক্ষা টেষ্ট করা হয়। এর মধ্যে হেমাটোলজি, বায়োকেমিষ্ট্রী, ইমোনো-সেরোলজি, মাইক্রোবায়োলজি, কার্ডিয়াক ইমেজিং, আলট্রাসাউন্ড ইমেজিং, ম্যামোগ্রাম, স্পাইরাল সিটি স্ক্যান অন্যতম।

চিকিৎসার জন্য এই হাসপাতালটিকে বেছে নেওয়ার প্রধান সুবিধাগুলি হল -

  • আলট্রাসনোগ্রাম, এক্সরে, সিটিস্ক্যান এর রিপোর্ট দুই ঘন্টার মধ্যে সরবরাহ করা হয়। 
  • সকল ধরনের আল্ট্রাসনোগ্রাম টেষ্টে সর্বাধুনিক ৪ডি (4D) মেশিনের ব্যবহার করা হয়।
  • প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা দ্রুত পরামর্শ পাওয়ার সুবিধা।

পপুলার ডায়াগনষ্টিক সেন্টার সপ্তাহে সাত দিনই সকাল ৭.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত খোলা থাকে। সেন্টারে টেষ্ট করা ছাড়াও চিকিৎসক দেখানোর ব্যবস্থা এবং নিজস্ব ঔষধের দোকান রয়েছে।