প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ২০ :২৩

স্ক্রিনিং টেস্ট করি এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করি

সুস্বাস্থ্যের জন্য ক্যান্সার একটি অভিশাপ স্বরূপ। এটি শুধু একজন ব্যক্তিকেই নয় বরং একটি পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। বর্তমানে, নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের প্রকোপ খুব বেড়ে গেছে।

বিশ্বজুড়ে যতগুলো ক্যান্সারে নারীরা আক্রান্ত হয় তার মধ্যে এই ক্যান্সারের অবস্থান চতুর্থ এবং বাংলাদেশের ১৫-৪৪ বছর নারীদের ক্ষেত্রে এই ক্যান্সার দ্বিতীয় দায়ী কারণ। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে জরায়ুমুখ ক্যান্সারের প্রকোপ বেশি।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ধারণা অনুযায়ী, জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০৭০ সাল নাগাদ বাংলাদেশে প্রায় ৫০৫,৭০৩ জন নারী মৃত্যুবরণ করবে।

জরায়ুতে অস্বাভাবিক কোষ বৃদ্ধির ফলে জরায়ুমুখের ক্যান্সার হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের ফলে এই ক্যান্সার হয়ে থাকে। যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও এইচআইভিতে আক্রান্ত নারীদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ৬ গুণ বেশি।

বাংলাদেশে এই ক্যান্সারের এতো বিস্তার লাভ করার কারণ কী?

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য প্রোফাইল্যাকটিক টিকাদান ও স্ক্রিনিং টেস্ট দুইটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুঃখজনক হলেও বাস্তবতা এটাই যে স্ক্রিনিং টেস্ট না করানো, বাল্যবিবাহ, অল্প বয়সে শারীরিক সম্পর্ক, যৌনরোগ এবং আর্থ-সামাজিক অবস্থার দৈন্যদশার কারণে বাংলাদেশে জরায়ুমুখ ক্যান্সারের প্রকোপ বেশি।

অল্প বয়সে স্ক্রিনিং টেস্ট করালে জরায়ুমুখ ক্যান্সার প্রায় ৯৩% প্রতিরোধ করা সম্ভব। এটি ক্যান্সারের কোনো টেস্ট নয় কিন্তু স্ক্রিনিং টেস্টের মাধ্যমে জরায়ুতে কোষের অস্বাভাবিক বৃদ্ধি পরিলক্ষিত হয়। স্ক্রিনিং টেস্টের খরচ সাধারণত ৫০০-১,০০০ টাকার মধ্যে হয়ে থাকে তবে তা হাসপাতাল ও ক্লিনিকের উপর নির্ভর করে কিছুটা কম বা বেশি হতে পারে।

সামাজিক সচেতনতা ও আর্থিক সক্ষমতা নারীদেরকে এই স্ক্রিনিং টেস্ট করাতে উৎসাহী করতে পারে। বর্তমান বিশ্ব নানা সমস্যায় জর্জরিত এবং নারীদের জরায়ুমুখ ক্যান্সার তাদের মধ্যে অন্যতম। আমরা যদি নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করি, তাহলে তারা একদিকে যেমন অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়ে উঠবে অন্যদিকে তারা তাদের স্বাস্থ্য সমস্যাগুলো নিয়েও সচেতন হবে।


তথ্যসূত্র:


Fighting Cancer Desk
ফাইটিং ক্যান্সার ডেস্ক