সম্প্রতি ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হল ডিজিটাল 3D ম্যামোগ্রাম (ব্রেস্ট টোমোসিন্থেসিস)। এক বিশেষ প্রেস কনফারেন্সের মাধ্যমে এই চিকিৎসা সুবিধার কথা দেশবাসীকে জানানো হয়। এছাড়া সেখানে ল্যাবএইডের নিজস্ব অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর জনাব সাকিফ শামীম।
তিনি বলেন, “আমাদের এই অ্যাপের মাধ্যমে রোগীরা স্বাস্থ্যসেবা আরও সহজে ও সাশ্রয়ীভাবে পাবেন। ক্যান্সার চিকিৎসার দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল প্রক্রিয়াকে সহজ করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। এ লক্ষ্যে সারাদেশে ৩০টি ক্যান্সার সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে।” এছাড়া তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতি ক্যান্সারের ঔষধের মূল্য রোগীর ক্রয়ক্ষমতার মধ্যে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্রেস্ট সার্জন ডা. আলী নাফিসা 3D ম্যামোগ্রামের প্রয়োজনীয়তা এবং 2D ও 3D ম্যামোগ্রামের পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, ৩৫ বছর বয়সের পর থেকে প্রতি দুই বছর অন্তর নারীদের নিয়মিত ব্রেস্ট স্ক্রিনিং করা উচিত। তিনি আরও বলেন, “3D ম্যামোগ্রামে রেডিয়েশনের পরিমাণ খুবই কম, যা একটি সাধারণ বুকের এক্স-রের রেডিয়েশনের মাত্র ১০ ভাগের ১ ভাগ। তাই এই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।”
হাসপাতালের আইটি বিভাগের প্রধান জনাব অনুপম হালদার অ্যাপটির গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সালেহা আহমেদ (চেয়ারম্যান, ল্যাবএইড গ্রুপ), ডা. সুচরিতা আহমেদ (ডিরেক্টর, ল্যাবএইড গ্রুপ), মাসতুরা ফারজানা মোহনা (সহযোগী পরিচালক, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার) এবং বিশেষজ্ঞ ডাক্তার, হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা, এবং সাংবাদিকবৃন্দ।
আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীদের কার্যকর চিকিৎসা প্রদানের লক্ষ্যে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণের কাছে ক্যান্সার চিকিৎসাকে সহজলভ্য করে তোলার এই মহান উদ্যোগে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।