প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০১ :৩৩

মেলানোমা কী কোনো মারাত্মক ধরনের ক্যান্সার?

আপনি কী জানেন যে ত্বকের ক্যান্সারগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে মেলানোমা?

ত্বকের যে ক্যান্সারগুলো হয়ে থাকে তার মধ্যে মেলানোমায় আক্রান্ত হওয়ার হার ১% কিন্তু ত্বকের ক্যান্সারে মৃত্যুর হিসেব করলে সর্বোচ্চ মৃত্যু হয় মেলানোমার কারণে। স্বাভাবিক দেখা যাচ্ছে এমন ত্বক বা আপনার শরীরে থাকা তিল থেকেই এই ক্যান্সারের সূত্রপাত ঘটতে পারে। তাই এই বিষয়টি সুনির্দিষ্ট করে লক্ষ্য করাটা বেশ কঠিন এবং এর ফলে অনেকসময় দেরিতে বুঝতে পারার কারণে চিকিৎসাও দেরিতে শুরু হয়। তবে একদম শুরুর দিকে অর্থাৎ আর্লি ডিটেকশন করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠার সম্ভাবনা প্রায় ৯৯%। মেলানোমার প্রকোপ দিনদিন বাড়ছে তবে বিশেষত ৩০ বছরের নীচে নারীদের ক্ষেত্রে এই ক্যান্সারের হার অধিক। আলট্রা ভায়োলেট রশ্মির সংস্পর্শে অধিক সময় থাকার ফলে এই ক্যান্সার সংক্রমণের প্রবণতা বেড়ে চলেছে। শরীরের যেকোনো অংশেই এই ক্যান্সার হতে পারে এমনকি শরীরের ভেতরের অঙ্গ ও চোখেও হতে পারে। পুরুষদের ক্ষেত্রে সাধারণত পিঠের উপরের দিকে এবং নারীদের ক্ষেত্রে পায়ে মেলানোমা হতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে তরুণ বয়সে অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শে থাকা এবং রোদে ত্বক পুড়ে যাওয়ার কারণে মেলানোমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। আল্ট্রা ভায়োলেট রশ্মি ত্বকের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে এবং জেনেটিক পরিবর্তন আনে যার ফলে কোষের বৃদ্ধিও প্রভাবিত হয়। ট্যানিং বেডের ব্যবহারও মেলানোমার ঝুঁকি বাড়িয়ে দেয়। মেলানোমার ঝুঁকি তাদের ক্ষেত্রে বেশি যাদের

  • আগে নিজের বা পরিবারের অন্য কারো মেলানোমা হয়ে থাকলে,
  • ফর্সা ত্বক,
  • সূর্যালোকে অধিক সময় থাকলে,
  • বিষুবরেখার কাছাকাছি বসবাস করলে,
  • ট্যানিং বেড ব্যবহার করলে,
  • শরীরে অনেক তিল থাকলে,
  • শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে।

শরীরের তিল এবং ত্বকের পরিবর্তন, যেমন তিলের আকার, আকৃতি বা রঙে পরিবর্তন হলে, ব্যথা বা চুলকানি, জ্বালাপোড়া করা, রক্তপাত বা তিল খড়খড়ে হয়ে যাওয়া এবং নতুন বা অস্বাভাবিক কোন দাগ ত্বকে দেখা গেলে এবং এগুলো প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে থাকলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও কোনো আঘাত ছাড়াই নখের নীচে কালো দাগ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে।

মনে রাখবেন, মেলানোমা যত তাড়াতাড়ি নির্ণয় করা সম্ভব হবে চিকিৎসা শুরু করা ও এর সফলতার হারও ততই বৃদ্ধি পাবে।


Fighting Cancer Desk
ফাইটিং ক্যান্সার ডেস্ক