প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭ :১৪

ক্যান্সার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে খেতে কী সমস্যা হয়?

যদি আমরা জানতে চাই যে ক্যান্সার চিকিৎসার উদ্দেশ্য কী? এর উত্তর খুব সহজ-ক্যান্সার থেরাপির কাজ হচ্ছে ক্যান্সার কোষগুলোকে সংকুচিত বা ধ্বংস করার মাধ্যমে ক্যান্সার নিরাময় করা।

কিন্তু এখানে একটি বিষয় রয়েছে যা চাইলেও ঠিক এড়ানো যায় না আর তা হচ্ছে ক্যান্সার চিকিৎসার সময় কিছু সুস্থ কোষও ধ্বংস হয়ে যায়। এই ক্ষতির কারণে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় যার মধ্যে একটি হচ্ছে খাওয়াদাওয়ার সমস্যা।

এটি স্বাভাবিক যে ক্যান্সার নিয়ে আপনার উদ্বেগ এবং চিকিৎসাজনিত কারণে বমিবমি ভাব লাগতে পারে এবং ক্ষুধামন্দা হতে পারে। কিন্তু আপনি যদি আগে থেকেই জানেন যে “আপনার সাথে এমনটা হতে চলেছে”, তাহলে আপনার জন্য পরবর্তী সময়ে এই সমস্যাগুলোর সাথে মানিয়ে নেওয়া অপেক্ষাকৃত সহজ হবে।

খাওয়াদাওয়ার সমস্যা ঠিক কতটা প্রকট হবে বা কেমন হবে তা নির্ভর করে একজন ক্যান্সার রোগীর ক্যান্সারের ধরন, শরীরের কোন অংশে হয়েছে, চিকিৎসা, কত সময় ধরে চিকিৎসা চলছে এবং কী কী ধরনের ঔষধ ব্যবহৃত হয়েছে তার উপর।

ক্যান্সার চিকিৎসা চলাকালীন খাওয়াদাওয়া সংক্রান্ত যে সমস্যাগুলো হয়ে থাকে-

  • ক্ষুধামন্দা
  • কোষ্ঠকাঠিন্য
  • ডায়রিয়া
  • মুখ শুকিয়ে যাওয়া
  • ল্যাকটোজ অসহিষ্ণুতা
  • বমিবমি ভাব
  • মুখে ক্ষত (মিউকোসাইটিস)
  • গলায় ক্ষত ও কোনো কিছু গিলতে কষ্ট হওয়া (এসোফ্যাগাইটিস)
  • স্বাদ ও গন্ধ অনুভবে পরিবর্তন
  • বমি
  • ওজন বেড়ে যাওয়া
  • ওজন কমে যাওয়া

ক্যান্সারের চিকিৎসা শেষে খাওয়াদাওয়ার অসুবিধা হলে এ ধরনের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে -

  • জাম বা আঙ্গুরের মতো যে ফলগুলোর উপরিভাগ পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না।
  • কাঁচা মাছ।
  • বাদাম।
  • মেয়াদ উত্তীর্ণ খাবার, আচার বা পানীয়।
  • ছত্রাক পড়েছে এমন কোনো খাবার (যেমন-চীজ)।
  • যে খাবারগুলো সহজেই নষ্ট হয়ে যায় এমন খাবার স্বাভাবিক তাপমাত্রায় ২ ঘন্টার অধিক সময় রাখলে।
  • অবশিষ্ট খাবার ফ্রীজে ৩ দিনের বেশি সময় ধরে রাখলে।
  • ফ্রীজে রাখা বরফকৃত মাংস স্বভাবিক তাপমাত্রায় বরফ গলানোর জন্য রেখে দিলে।
  • অবশিষ্ট ভাত বা এমন ধরনের খাবার যাতে ভাত রয়েছে।

মনে রাখবেন, চিকিৎসা চলাকালীন খাওয়া দাওয়ার সমস্যা নিরসনের জন্য অনেক ধরনের ঔষধ পাওয়া যায়। আপনার যদি খেতে অসুবিধা হয় তাহলে দেরি না করে দ্রুত আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।


Fighting Cancer Desk
ফাইটিং ক্যান্সার ডেস্ক