প্রকাশ : ০৪ ফেব্রুয়ারী ২০২৪, ২১ :০৫

অস্ট্রেলিয়ার সমমানের ক্যান্সার চিকিৎসা সেবা দিতে চালু হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার

বাংলাদেশের ক্যান্সার সেবা ক্ষেত্রে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্য নিয়ে ১ লা নভেম্বর, ২০২১ এ যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার। অস্ট্রেলিয়ায় অবস্থিত টিএসআর হেলথ সার্ভিস ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের যৌথ উদ্যোগে এই ক্যান্সার সেন্টারটি চালু হয়েছে। 

এই ক্যান্সার সেন্টারটি পূর্ণ উদ্যোমে চালু হলে, বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহনের জন্য ক্যান্সার রোগীদের আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। অস্ট্রেলিয়া বাংলাদেশ কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারে তারা বিশ্বমানের ক্যান্সার সেবা পাবেন। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের একদল অভিজ্ঞ স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ক্যান্সার চিকিৎসক এখানে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন। এখানে অপেক্ষাকৃত কম খরচে পাওয়া যাবে ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা এবং সেবা, যেমন একজন রোগী ক্যান্সারের কোন ধাপে রয়েছেন তার সঠিক নির্ণয়, কার্যকর ক্যান্সার চিকিৎসা, চিকিৎসা পরবর্তী চেক আপ, ইত্যাদি।  

অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডে অবস্থিত লায়েল ম্যাকউইন হাসপাতালের (একটি বৃহত্তর সরকারি হাসপাতাল) সিনিয়র কনসালটেন্ট এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের প্রজেক্ট কো-অর্ডিনেটর, ড. মোহাম্মদ আহমেদুল্লাহ এই উদ্যোগের ব্যাপারে বলেন, “এমন একটি উদ্যোগ গ্রহণের পিছনে মূল লক্ষ্য হচ্ছে ক্যান্সার রোগী এবং তাদের সেবা প্রদানকারীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা সাধ্যের মধ্যে ঠিক যেভাবে অস্ট্রেলিয়াতে চিকিৎসা সেবা, অনুসন্ধান ও চিকিৎসা পরবর্তী চেক আপগুলো করা হয়ে থাকে সেভাবেই অস্ট্রেলিয়া সমমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। আমরা সবসময় চিকিৎসা সেবার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য সচেষ্ট থাকব।“ 

এই ক্যান্সার সেন্টারটি লেভেল-৬, ৫৫ সাত মসজিদ রোড, ঢাকা ১২০৯ ( জিগাতলা বাস স্ট্যান্ডের নিকটে, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ভবনেই) অবস্থিত। এটি শুক্রবার ছাড়া বাকি ছয়দিনই খোলা থাকবে। শুরুর দিকে, অস্ট্রেলিয়া বাংলাদেশ কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। 


এই ধরণের আরো তথ্য:


Fighting Cancer Desk
ফাইটিং ক্যান্সার ডেস্ক