প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০ :৪০

১৩-১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ তম SFO আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন

আগামী ১৩-১৪ ডিসেম্বর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ তম এসএফও আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন এবং এই অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে রয়েছে অনকোলজি ক্লাব। 

বাংলাদেশ ক্যান্সার হাসপাতাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক ড. মোহাম্মদ আবদুল হাই এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য ক্যান্সার সেক্টরে কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

ডঃ মোস্তফা আজিজ সুমন (সার্ক ফেডারেশন অফ অনকোলজিস্টের সাধারণ সম্পাদক), অধ্যাপক ড. এ. এম. এম. শরিফুল আলম (এসএফও’র সভাপতি) এবং ড. এ.এফ.এম. কামাল উদ্দীন (বিজ্ঞান কমিটির চেয়ারম্যান) উক্ত সম্মেলনে যোগ দেবেন এবং ক্যান্সার চিকিৎসার অগ্রগতি নিয়ে তারা  আশাবাদ ব্যক্ত করেছেন।  
ক্যান্সার সেবায় নিয়োজিত পেশাজীবী, যেমন-সার্জিক্যাল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিসিন অনকোলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট, নার্স এবং টেকনোলজিস্টদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। 

এই বছর "সার্ক ইয়ং অনকোলজিস্ট সেশন" নামে নতুন একটি চমকপ্রদ অধ্যায় যুক্ত হতে চলেছে, যেখানে প্রতিটি সার্ক অন্তর্ভুক্ত দেশের সেরা তরুণ অনকোলজিস্টরা তাদের দেশের ক্যান্সার সেবার বিষয়গুলো তুলে ধরবেন। ৪০ বছরের কম বয়সী তরুণ ক্যান্সার বিশেষজ্ঞদের জন্য এই সম্মেলনের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর, তরুণ ক্যান্সার বিশেষজ্ঞদের পেশকৃত গবেষণাপত্রের মধ্যে শ্রেষ্ঠ গবেষণাপত্রটিকে এবিএমএফ স্বর্ণ পদকে ভূষিত করা হয়। ২০১২ সাল থেকে, তরুণ ক্যান্সার বিশেষজ্ঞদের সেরা গবেষণা অবদানকে এভাবে পুরস্কৃত করা হচ্ছে। 
ড. সুমন ২০১৬ সালে অনুষ্ঠিত ১১তম সার্ক ফেডারেশন অফ অনকোলজি ক্যান্সার কংগ্রেসে সেরা গবেষণাপত্রের জন্য "এবিএমএফ গোল্ড মেডেল" অর্জন করেছিলেন।   
 
এছাড়াও, উক্ত সম্মেলনে একটি অধিবেশন অনুষ্ঠিত হবে যেখানে সার্ক অন্তর্ভুক্ত দেশের নেতারা কীভাবে ক্যান্সার চিকিৎসার বিভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করবেন। 

ক্যান্সার সেবায় কর্মরত পেশাজীবীদের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করা এবং ক্যান্সার নির্ণয়, চিকিত্সা ও প্রতিরোধে আরো গবেষণা ও সেবার মান উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর মন্ত্রী পরিষদ এই সার্ক ফেডারেশন অফ অনকোলজিস্ট (এসএফও) প্রতিষ্ঠা করেছিলেন। 

২০০১ সালের মার্চ মাসে, অধ্যাপক এ.বি.এম.এফ. করিম ক্লিনিকাল অনকোলজির উপর একটি সার্ক সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে সার্ক অঞ্চলে ক্যান্সার চিকিৎসাকে অগ্রগণ্য করার জন্য এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার তাগিদ অনুভূত হয়।  


Fighting Cancer Desk
ফাইটিং ক্যান্সার ডেস্ক