প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১৪ :৫১

ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়লে কী ঘটে?

আপনি কী জানেন যে শরীরের অন্যান্য অঙ্গ থেকে ক্যান্সার যখন হাড়ে ছড়িয়ে পড়ে, এটিকে বলা হয় মেটাস্ট্যাসিস? যেসব রোগীদের ক্যান্সার এডভান্সড লেভেলে রয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত বোন মেটাস্ট্যাসিস হয়।

যে ক্যান্সারগুলো অন্যান্য অঙ্গে শুরু হলেও হাড় অবধি ছড়িয়ে পড়ে তার মধ্যে রয়েছে ব্রেস্ট, কিডনি, ফুসফুস, প্রোস্টেট, থাইরয়েড, মূত্রাশয়, ডিম্বাশয় এবং মেলানোমা ক্যান্সার।

সাধারণত মেরুদন্ড, পাঁজর, নিতম্ব (পেলভিস), হাতের উপরের অংশের হাড় (হিউমেরাস), পায়ের ওপরের অংশের হাড় (ফিমার), বুকের ওপরের দিকের পাঁজর এবং খুলিতে মেটাস্ট্যাসিস হয়।

হাড়ের টিস্যু ধ্বংস এবং পুনরায় সৃষ্টির মাধ্যমে হাড় সবসময় পুনর্গঠিত হতেই থাকে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এটি দুইটি চক্রে বিভক্ত:

  • একটি হলো অস্টিওব্লাস্ট। এটি নতুন হাড় বৃদ্ধি করতে, বয়সের সঙ্গে হাড়ের আকৃতি বদলাতে এবং হাড় ভেঙে গেলে বা ক্ষয় হলে সেটি ঠিক করতে সাহায্য করে।
  • আরেকটি হলো অস্টিওক্লাস্টস। এটি পুরনো বা ভাঙা হাড় বিলীন করতে সাহায্য করে। এর ফলে অস্টিওব্লাস্টের হাড় পুনর্গঠনের জায়গা তৈরি হয়।

ক্যান্সার যখন হাড়ে ছড়িয়ে পড়ে তখন হাড়ের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় এবং নিচে উল্লিখিত সমস্যাগুলো হতে পারে:

  • হাড়ের ব্যথা: হাড়ের মেটাস্ট্যাসিসের সবচেয়ে কমন উপসর্গ হলো হাড়ের ব্যথা। রাতে অথবা বিশ্রামের সময় এটি বাড়ে, কখনো ব্যথা থাকে না, কখনো থাকে কিন্তু সময়ের সঙ্গে অবস্থা খারাপ্ হতে থাকে।
  • ভাঙ্গা হাড়: বোন মেটাস্ট্যাসিসের ফলে হাড় দুর্বল হয়ে যায় এবং এর ফলে ভেঙ্গে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। শরীরের অপেক্ষাকৃত লম্বা হাড় যেমন মেরুদন্ড, পা ও হাতের হাড় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • হাইপারক্যালসেমিয়া: বোন মেটাস্ট্যাসিসের ফলে হাড়ের গঠন ও হাড় ক্ষয়ের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়। এর ফলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় এবং বমিবমি ভাব, বমি, ভ্রম, ক্ষুধামন্দা ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
  • চলাফেরায় সমস্যা ও দৈনন্দিন কাজে পরিবর্তন: মেটাস্ট্যাসিসের ফলে হাড় দুর্বল হওয়া ও ব্যথা এবং জয়েন্ট ডিসফাংশনের কারণে হাড়ের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায় এবং নড়াচড়া করতে সমস্যা দেখা দেয়। এর ফলে হাঁটাচলার সমস্যার পাশাপাশি দৈনন্দিন কাজেও জটিলতা দেখা দেয়।
  • নিউরোলজিক্যাল উপসর্গ: ক্যান্সার মেরুদন্ডে ছড়িয়ে পড়লে তা স্পাইনাল কর্ডকে সংকুচিত করতে থাকে। এই সংকোচনের ফলে পায়ে অসাড় বা দুর্বল অনুভব করতে পারেন। এছাড়াও পেটে অসাড়তা দেখা দিতে পারে, কোমরে ব্যথা এবং প্রস্রাব ও পায়খানা করার সময় কষ্ট অনুভব করতে পারেন। 

Fighting Cancer Desk
ফাইটিং ক্যান্সার ডেস্ক